অসম মালা প্রকল্পের কাজ নিয়ে বড়খলায় প্রতিবাদ, বুধবার অবরোধের ডাক

বরাক তরঙ্গ, ৯ জুলাই : অসম মালা প্রকল্পের কাজের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বড়খলা। মঙ্গলবার শিলচর জয়ন্তীয়া সড়কের বড়খলায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান উত্তেজিত জনতা। অপরদিকে আগামীকাল বুধবার সকাল থেকে সড়ক অবরোধের ডাক দেয় বড়খলা সেডো সংস্থা।

বড়খলা থেকে বাবুর বাজার পর্যন্ত রাস্তার উপর বড় বড় গর্ত। অসম মালা কাজের টিকাদারের গাফিলতির ফলে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল জন দুর্ভোগ চরম পর্যায়ে পৌছে। রাস্তাটি দ্রুত সংস্কার নিয়ে উত্তেজিত জনতা সোচ্চার হয়ে শিলচর জয়ন্তীয়া সড়ক অবরোধ করেন। পানীয়জল সরবরাহ হচ্ছে না। বিদুতের তার হাতে নাগাল পাওয়া যায়। অসম  মালার রাস্তার জন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে জনগনকে। মঙ্গলবার রাস্তা অবরোধ কর স্থানীয় উত্তেজিত জনতা সংবাদ মাধ্যমে অসসাম সরকার হায় হায়,রাস্তা দ্রুত সংস্কার করতে হবে স্লোগানে আকাশ বাতাস কাপিয়ে তুলেন। অপর দিকে আজ সকালে বড়খলা সেডো সংস্থার ডাকে আসাম মালার রাস্তা নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গণ আন্দোলনের হুশিয়ারি দেয় সেডো সংস্থা। এদিনের সভায় বক্তব্য রাখেন অজিত দাস ও সত্যব্রত দে। বড়খলা কাটিগড়া জলসেচ বিভাগের জুনিয়র ইজ্ঞিনিয়ার আনন্দ রায়, সেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে, সেডো সম্পাদক অজিত দাস, উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূইয়া, বড়খলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবু চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী খলিলুর রহমান বড়ভূইয়া, সেলিম আহমেদ লস্কর, মায়াজুল আলি বড়ভূইয়া, সাজ্জাদ আহমেদ বড়ভূইয়া, সুলতান আহমেদ লস্কর প্রমুখ।

Author

Spread the News