বিপজ্জনক কালভার্টে বাঁশের রেলিং তৈরী করে দিল সংগ্রাম পরিষদ
বরাক তরঙ্গ, ৯ জুলাই : আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তোলা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম লক্ষ্য। তাই সংগ্রাম মূলতঃ এই আবর্জনা নিয়ে চলতে থাকে প্রত্যেকদিন কিছু না কিছু। মঙ্গলবার সদস্যরা দা, ঝাড়ু, টুকরি ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়েন শহরের সুভাষ নগর কলেজ রোড এলাকায়। একদিকে নালায় আবর্জনা অন্যদিকে বর্ষার জল তারপর আবার রেলিং ছাড়া কারভার্ট। অত্যন্ত বিপজ্জনক অবস্থা। ছোটখাটো কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে কিন্তু বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন অনেকেই।
নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাঁশের রেলিং তৈরী করে দেওয়া হয়েছে সুভাষ নগর পয়েন্টের ঐ কালভার্টে। এলাকায় আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়ে প্রচার চালানো হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সদস্যরা বাড়ি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। এই অভিযানে ছিলেন সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, কার্যকরী সভাপতি মলয় ভট্টাচার্য, দিপঙ্কর চন্দ, সত্যজিৎ গুপ্ত, এবং বিমলেন্দু দত্ত এবং এলাকার কিছু মানুষ এসে এই কাজে সামিল হতে দেখা গেছে।