কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাহুল গান্ধীকে সংবর্ধনা, রওয়ানা দিলেন ফুলেরতলে
বরাক তরঙ্গ, ৮ জুলাই : কুম্ভীরগ্রাম থেকে কড়া নিরাপত্তায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সড়ক পথে ফুলেরতলের উদ্দেশ্যে রওয়ানা দেন। সোমবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সকাল ৯-২০ মিনিটে রাহুল গান্ধী অবতরণ করেন। তাঁর সফরকে ঘিরে দলীয় সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে। তাঁরা রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এরপর কাছাড়ের ফুলেরতলের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে ফিরে বিশেষ বিমানে মণিপুর পৌঁছবেন তিনি। উল্লেখ্য, শক্তিশালী বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরই মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং পূর্বসূচি অনুযায়ী রাহুল গান্ধী সোমবার কাছাড়ের লক্ষীপুর বিধান সভা কেন্দ্রের ফুলেরতল এলাকায় আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের খোঁজ নেবেন।