ভরাডুবি টের পেয়েই ক্ষমা চাইলেন ঋষি, ছাড়বেন ক্ষমতা

৫ জুলাই : ব্রিটেনে কের স্টার্মার-এর নেতৃত্বে লেবার পার্টি বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে। প্রাথমিক ফল ঘোষণায় ৬৫০ আসনের হাউস অফ কমনসের নির্বাচনে লেবার পার্টি জিতছে ৪১০-টি আসনে। গতবারের চেয়ে ২০৯-টি বেশি। অর্থাৎ বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কের স্টার্মার।

এদিকে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি পর্যুদস্ত হওয়ার পথে। মাত্র ৬১টি আসনে এগিয়ে রয়েছে তারা। ভরাডুবি টের পেয়েই ক্ষমা চেয়েছেন ঋষি সুনক। জানিয়েছেন, ভোট গণনার পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন।

ব্রিটেনের রাজনীতিতে ১৪ বছর ধরে চলা অস্থিরতায় যবনিকা পড়তে চলেছে। মানবাধিকার আইনজীবী এবং অতি উঁচুমানের সরকারী কুশলী স্টার্মার দলকে অতি বামপন্থী অবস্থান থেকে আরও বেশি মধ্যপন্থী অবস্থানে নিয়ে গেছেন। ব্রিটিশ জনতা সেই পরিবর্তনকে বিপুলভাবে সমর্থন করছেন।

Author

Spread the News