লোমহর্ষক হত্যাকাণ্ড পাথারকান্দিতে, স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক স্বামী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : পাথারকান্দি থানা অধীন এরালিগুলে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে স্ত্রী খয়রুন নেসাকে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমির পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরকোনা জিপির এরালিগুল গ্রামে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও যৌতুক সংক্রান্ত বিবাদের জেরে এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ। নিহত খয়রুন নেসার পরিবারের দাবি, বিয়ের প্রায় ১৬ বছর ধরেই স্বামী সাদ উদ্দিন নিয়মিতভাবে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত রাতেও একই ধরনের ঝগড়ার পর অভিযুক্ত স্বামী সাদ উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে খয়রুন নেসার মাথায় একাধিক আঘাত করে। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন খয়রুন নেসা এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সাদ উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

নিহত খয়রুন নেসা ছিলেন চার সন্তানের জননী। মায়ের এই মর্মান্তিক মৃত্যুর পর অসহায় অবস্থায় রয়েছে চারটি শিশু। গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার শব্দ শোনা যেত। নিহতের পরিবার এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *