ব্রহ্মপুত্রে আটকে পড়া জেলেদের বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার

বরাক তরঙ্গ, ২ জুলাই : ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রে আটকে পড়া তেরো জন জেলেকে বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হল। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে ব্রহ্মপুত্র সমতল থেকে মোহনবাড়ি বিমান বাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ডিব্রুগড়ের মাইজানের কাছে ব্রহ্মপুত্রের বালির টিলায় তিন দিন ধরে আটকে ছিলেন জেলেরা। সোমবার ডিব্রুগড় থেকে একটি এসডিআরএফ দল তাদের উদ্ধার করতে চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্রহ্মপুত্রে প্রবল স্রোতের কারণে তারা এগোতে পারেনি। মঙ্গলবার সকালে বায়ুসেনা বাহিনীর একটি হেলিকপ্টারে জেলেদের উদ্ধার করা হয়।

ব্রহ্মপুত্রে আটকে পড়া জেলেদের বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার

এ দিকে, ডিব্রুগড়ের বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। একাধিক সেতু, সড়ক ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। খাওয়াং-এর কাছে বুধিদিহিং নদীর উপর সেতুতে ফাটল দেখা দিয়েছে।

শিবসাগর থেকে ডিব্রুগড় পর্যন্ত সেতুটি এক প্রান্তে তলিয়ে গেছে, যে কোনও সময় বিপজ্জনক দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কোনো মুহূর্তে ভারী যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন জানিয়েছেন, ডিব্রুগড় শহর থেকে জল বের করতে আটটি উচ্চ ক্ষমতার পাম্প ব্যবহার করা হয়েছে।

Author

Spread the News