বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জিরিবামে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল আসাম রাইফেলস। গোপন তথ্যের ভিত্তিতে মণিপুর পুলিশকে সঙ্গে নিয়ে এক যৌথ অভিযানে জিরিবাম জেলায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আসাম রাইফেলস।
দিল্লি লালকেল্লার বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যে এই বড়সড় উদ্ধারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর থেকেই আসাম রাইফেলস নজরদারি ও সতর্কতা আরও জোরদার করেছে। অভিযানের সময় মোট ৭ কেজি ওজনের আইইডি, ১০টি জেলেটিন স্টিক, কর্টেক্স, ডেটোনেটর, ইলেকট্রিক তার এবং পাওয়ার সোর্সসহ একাধিক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে ক্ষতি করার উদ্দেশ্যে আইইডি তৈরিতে এগুলোর ব্যবহার হয় বলে জানা গেছে।
জিরিবাম জেলায় শান্তি বজায় রাখতে আসাম রাইফেলস স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের কেউই রেহাই পাবে না; চিহ্নিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীও অঞ্চলে শান্তি বজায় রাখতে বাহিনীর সক্রিয় ভূমিকাকে প্রশংসা করেছেন।


