শেষ বিশ্বকাপ বলে দিলেন বিরাট

২৯ জুন : বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে জেতাতে ৫৯ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর পুরস্কার মঞ্চে অবসরের কথা জানান বিরাট। এদিন ম্যাচের সেরা হয়েছেন কোহলি।

‘এটা আমার শেষ টি-২০ বিশ্বকাপ। ভগবান সত্যিই মহান।’, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হয়ে এভাবেই টি-২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন বিরাট কোহলি। ফাইনালে ৫৯ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা হলেন তিনি। তারপর তিনি বলেন, ‘আমার পিচে আজ সত্যিই ভালো লাগছিল না। রোহিতের আরেকটা বিশ্বকাপ খেলা উচিত।’ বিরাট জানান, ঈশ্বর সত্যিই মহান যে আমাদের এমন এই ম্যাচটা দিয়েছে।

উল্লেখ্য, দেশের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোহলি করেছেন ৪১৮৮ রান। সর্বোচ্চ স্কোর ১২২ অপরাজিত, ব্যাটিং গড় ৪৮.৬৯, স্ট্রাইক রেট ১৩৭।

Author

Spread the News