২২ জানুয়ারি : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে অন্তত ৩০ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকানের ভেতর থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
আসাদ রাজা বলেন, এই ৩০টি মৃতদেহ উদ্ধারের ফলে গুল প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তিনি আরও জানান, এই ঘটনায় এখনো ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শনিবার করাচির এই বৃহৎ শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল।



