প্রতিষ্ঠা দিবসে যুব সমাবেশ এআইডিওয়াইও-র শিলচরে
বরাক তরঙ্গ, ২৬ জুন : প্রতিষ্ঠা দিবসে যুব সমাবেশের আয়োজন করল বাম যুব সংগঠন এআইডিওয়াইও। সংগঠনের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে মুখ্যবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অসম রাজ্য কমিটির সহ-সভাপতি ও সর্বভারতীয় কমিটি সদস্য জীতেন্দ্রকুমার চলিহা। বুধবার পেনশনার্স ভবনে বেকার যুবকদের কর্মসংস্থান প্রদান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ বিভিন্ন দাবির ভিত্তিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কাছাড় জেলা সভাপতি অঞ্জনকুমার চন্দ।
সমাবেশে মুখ্যবক্তা চালিহা বলেন, স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবীদের আত্মত্যাগ এবং আদর্শকে পাথেয় করে উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে যুবকদের জীবনের জলন্ত সমস্যা সমাধানের দাবিতে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৬ সালের ২৬ জুন এযুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক ও স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী শিবদাস ঘোষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুব সংগঠন এআইডিওয়াইও গড়ে ওঠে।
তিনি আরও বলেন, দেশের পুঁজিপতি শ্রেণীর শাসনের যাঁতাকল থেকে সমাজকে মুক্ত করতে হলে বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও-কে শক্তিশালী করতে হবে৷ তিনি বলেন, সংগঠন ধারাবাহিকতায় সমগ্র দেশে যুব জীবনের সমস্যা সমাধানের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ অথচ পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত পূর্বতন সরকারগুলোর মতোই বর্তমান সরকারও দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কোন উদ্যোগ নিচ্ছে না। কারণ সরকার জানে যুবকদের কর্মসংস্থান জুগিয়ে দিলে তাদের দিয়ে অপকর্ম করানো যাবে না। তাই সরকার কলকারখানা চালুর পরিবর্তে মদ, মাদক, অনলাইন জুয়া ও অশ্লীলতার প্রসারে মদত যোগাচ্ছে। তিনি এর বিরুদ্ধে সোচ্চার হতে যুবকদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক এবং সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য বিজিৎ কুমার সিনহা। সমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংগঠনের জেলা কমিটির অন্যতম সদস্য সুজিত আকুঁড়া৷ সভার শুরুতে গৌতম নন্দী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।
এদিন সকাল ৯-৩০ মিনিটে উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ৷ সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিতোষ ভট্টাচার্য, দিলীপ রী, দিলীপ কালোয়ার সহ অন্যান্যরা।