সোনাই প্রিমিয়ার লিগে জিতল সুপার কিংস ও দৃষ্টি

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগ বুধবার  দু’টি ম্যাচে জিতল এমএম সুপার কিংস ও দৃষ্টি সোনাই। এদিন সকালে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত প্রথম ম্যাচে এমএম সুপার কিংস ১০ রানে  হারায় মুনলাইট ক্লাবকে। টসে জিতে এমএম সুপার কিংস প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সিদ্দিক মোহাম্মদ সর্বোচ্চ ৩৬ রান, মোহাম্মদ জাহিদ আহমেদ ২৩ রান, সাহিদ লস্কর ২২ রান, সাহার বড়ভূইয়া ২০ রান, মাসুদ আহমেদ (তারা) মজুমদার ১৯ রান, রামকৃষ্ণ নাথ ১৭ রান, ফারহাত সাহিল মজুমদার ১০ রান  করেন। মুন লাইট ক্লাবের হয়ে রশিদ আহমদ ৪টি, হান্নান হোসেন ও বাপন দাস ১টি করে  উইকেট পান। ১৬৮  রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মুন লাইট ক্লাব ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে সক্ষম হয়। মুনলাইট ক্লাবের হয়ে সুরজিংরায় সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়াও ভাল রান পান ওমর লস্কর ৪১ রান আবিদ হাসান ২২ রান, হাসিনুল লস্কর ১১রান করেন। এমএম সুপার কিংসের হয়ে সাহার বড়ভূইয়া, সাহিদ চৌধুরী, ফারহাত সাহিল মজুমদার ২টি করে উইকেট তুলে নেন। রামকৃষ্ণ নাথ ১টি উইকেট পান। এদিন ব্যাটে বল ফিল্ডিংয়ের  দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এমএম সুপার কিংসের ফারহাত সাহিল মজুমদার। তাঁর হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন প্রাক্তন ক্রিকেটের সবুর আহমেদ মজুমদার (টুকন)।

এদিন  দিনের অপর ম্যাচে দৃষ্টি সোনাই ২৮ রানে হারিয়েছে বুন্দ ইলেভেন স্টারকে। টস জিতে দৃষ্টি সোনাই প্রথম ব্যাটিংয়ে নেমে। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দৃষ্টি সোনাইর হয়ে সর্বোচ্চ রান করেন বিজয় দাস ৯৬ মাত্র ৪ রানে শতক হাতছাড়া হয় বিজয়ের। এছাড়াও ভাল রান পান রমজান মজুমদার ৩৫ রান, সাদ আমান লস্কর ২৫ রান করেন। বুন্দ ইলেভেন স্টারের হয়ে রমজান ২টি ও আলআমান মজুমদার ১টি করে উইকেট পান। ১৮৪  রানের লক্ষ মাত্রা নিয়ে জবাবী ব্যাটিংয়ে নেম বুন্দ ইলেভেন স্টার ১৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র মাসুম খান লড়াই করে ৭২ রানের এক  সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়াও ভাল রান পান ইমরান আহমেদ ২০ রান, সাত্যজিৎ নাথ ১৮ রান, সানি লস্কর ১৪  রান করেন। দৃষ্টি সোনাইর হয়ে বিজয় দাস ৪টি উইকেট পান। রমজান মজুমদার ৩টি, আজাদ লস্কর ২টি, রাকেশ সিং ১টি উইকেট পান দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান দৃষ্টি সোনাইর বিজয় দাস তার হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার এসএম দিলওয়ার জাহান লস্কর (সাহা রুল)। বৃহস্পতিবার সকালে খেলবে এমএম সুপার কিং ও বুন্দ ইলেভেন স্টার, বিকালের ম্যাচে খেলবে দৃষ্টি সোনাই ও ইলেভেন ফাইটার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *