মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাংবাদিকদের হাত ধরে জাতীয় প্রেস দিবস পালন করতে চাই জাতীয় প্রেস দিবসে সাংবাদিক দের সম্মুখে অঙ্গিকার করে বললেন পাথারকান্দি কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক। রবিবার ৫৯তম জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে পাথারকান্দি কলেজ কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার এগারোজন কর্মরত সাংবাদিককে সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখলেন কলেজের অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক।
অনুষ্ঠানের সূচনায় উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাংবাদিক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে জাতীয় প্রেস দিবস উদ্যাপন করার দায়িত্ব কাঁধে নিতে চাই। এই পেশার মানুষরা সত্যকে সামনে আনতে যে ভূমিকা পালন করেন—তা সমাজের প্রতিটি স্তরে অনন্য।
তিনি আরও বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ, ঝুঁকি ও চাপের মধ্য দিয়েও সমাজের সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তাঁদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।এরপর একে একে এগারোজন সাংবাদিককে গামছা, ফুলের তোড়া প্রদান ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান কলেজ কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সৌহার্দ্য, সম্মান ও সাংবাদিকতার মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার এক অনন্য আবহ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও যুব সংগঠক সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী তাঁর বক্তব্যে সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন একটি শক্তিশালী, সমৃদ্ধশালী ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে সংবাদ মাধ্যমের অবদান অপরিসীম। জাতি গঠনে সাংবাদিকরা যেমন মানুষের সমস্যার কথা তুলে ধরেন, তেমনই সমাজের পথপ্রদর্শক হিসেবেও কাজ করেন।
তিনি আরও আহ্বান জানান আগামীদিনে দেশকে আরো শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সাংবাদিকদের আরও দায়বদ্ধতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। দ্রুত তথ্যের যুগে সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার সদস্যরা কলেজ অধ্যক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন আজ যখন বিভিন্ন কারণে সাংবাদিকরা বহু ক্ষেত্রেই উপেক্ষিত, ঠিক সেই সময়ে প্রেস দিবসে সংবাদকর্মীদের সম্মান জানানো এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। সমাজে সাংবাদিকতার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিষ্ণুমূর্তি সিংহ, সাধারণ সম্পাদক মুজির উদ্দিন, প্রচার সচিব জয়রাজ সিনহা, উপ-সভাপতি আব্দুল হামিদ লস্কর, তপনকুমার রায়, সুরজিৎ সেন, আব্দুর রহমান, জুবের আহমদ, অনুপ চন্দ, জামিল আহমেদ, রঞ্জিত কৈরী। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।দিনটি সাংবাদিকদের জন্য হয়ে উঠল গৌরবময়—সম্মানের। কলেজ অধ্যক্ষ ড. মঞ্জুরুল হকের প্রতিশ্রুতি এবং সমাজের বিশিষ্টজনদের বক্তব্য প্রমাণ করে দিল, সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি সমাজ সংস্কার, রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ।


