জামিন পেলেন কেজরিওয়াল

২০ জুন : আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এই আদেশ জারি করেছেন। এদিন কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়। যদিও আদেশ দেওয়ার পর ইডির তরফে অনুরোধ করা হয় তাঁরা এর বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ করতে পারে তা খতিয়ে দেখার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হোক। যদিও আদালত তা পত্রপাঠ খারিজ করে দেয়।

শুক্রবারই ১ লক্ষ টাকার বেল বন্ড জমা দেওয়ার পর কেজরিওয়াল তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচনের আগে ২১ মার্চ খানিকটা নাটকীয় ভাবেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। মে মাসে তাঁকে সুপ্রিম কোর্ট নির্বাচনের কারণে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এরপর তিনি ২ জুন আত্মসমর্পণ করেন।

এদিন কেজরিওয়ালের আইনজীবী আদালতে দাবি করেন, কেজরিওয়াল বিরুদ্ধে দায়ের করা মামলা শুধুমাত্র কয়েকজনের বয়ানের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। যারা বয়ান দিয়েছেন তারাও কেউ সাধু নন। মনে হচ্ছে তাদের জামিন পাইয়ে দেওয়ার কথা বলে বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বয়ান দেওয়ানো হয়েছে। দক্ষিণের সাউথ গ্রুপের কাছ থেকে কেজরিওয়াল ১০০ কোটি টাকা নিয়েছেন এমন কোনও প্রমাণ নেই। এরপরই আদালত জামিনের শুনানির উপর রায়দান স্থগিত রাখেন। পরে রাত ৮টার সময় সেই রায় দেওয়া হয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News