অসম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ১৯ জুন : রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হল। বুধবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত স্তরে সীমানা পুনঃনির্ধারণের বিষয়। এবার থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে একটি করে উন্নয়ন খণ্ড। যেসব উন্নয়ন খণ্ড দুই জেলার মধ্যে বিভক্ত রয়েছে, এদের মুখ্য কার্যালয় যেখানে রয়েছে, সেই জেলার অন্তর্ভুক্ত করা হবে। সীমানা পূরঃনির্ধারণের পর একটি উন্নয়ন খণ্ডে সর্বাধিক ১৭টি গ্রাম পঞ্চায়েত থাকবে। তবে কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও ইত্যাদি পার্বত্য জেলায় কোনও পরিবর্তন হবে না।
প্রতিটি বিধানসভা কেন্দ্রে এখন থেকে থাকবে চারটি জেলা পরিষদ। যেসব জেলায় শহরাঞ্চল রয়েছে, সেখানে প্রতি ৩০ হাজার জনসংখ্যায় গড়ে তোলা হবে একটি করে জেলা পরিষদ।

ব্যবসার ক্ষেত্রে  রাজ্যে স্থানীয় ব্যবসার উন্নতির উদ্দেশ্যে মন্ত্রী অজন্তা নেওগ এবং অশোক সিংহলের নেতৃত্বে গড়ে উঠবে ছয়টি রিজিওনাল কনসাল্টেশন কেন্দ্র।শিলচর সহ তিনসুকিয়া, শিবসাগর, যোরহাট, তেজপুর এবং গুয়াহাটিতে থাকবে একটি করে কেন্দ্র।

ক্রীড়া নিয়ে সিদ্ধান্ত হল স্থানীয় ক্রীড়ার উন্নতির স্বার্থে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে তোলা হবে ইয়ুথ ক্লাব এবং ক্রীড়া সংস্থা। এই ক্লাব বা সংস্থার স্বীকৃতি দেবেন জেলাশাসক। এই ক্লাব এবং সংস্থাগুলো প্রতিবছর ১৫ লক্ষ টাকা করে সরকারি অনুদান পাবে। যেসব জেলায় এধরনের সংস্থার পরিকাঠামো নেই, সেখানে পরিকাঠামো গড়ে তুলতে খরচ হবে পাঁচ লক্ষ টাকা। বাকি টাকা খরচ হবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী কেনার জন্য, জেলাশাসকের তত্ত্বাবধানে নেওয়া হবে সিদ্ধান্ত

Author

Spread the News