পরিমলের বিভাগ কেশবের হাতে, স্বাস্থ্য নিলেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ১৮ জুন : মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বচিত হওয়ার পর বিধায়ক পদে আর থাকেননি। নিয়ম অনুসারে তিনি বিধায়ক পদ ছেড়েছেন। এতে পরিমল শুক্লবৈদ্য থাকা তিনটি বিভাগে মন্ত্রী পদ খালি হয়। মঙ্গলবার মন্ত্রিসভার রদবদলের মাধমে বিভাগগুলোর মন্ত্রিত্ব প্রদান করা হয়েছে। কেশব মহন্তকে পরিবহণ, মৎস্য ও আবগারি বিভাগের নতুন দায়িত্ব দেওয়া হয়। এবং মহন্তের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগটির দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই নিয়েছেন।
এ দিকে, পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ায় এ মুহূর্তে বরাক মন্ত্রী শূন্য হয়ে যায়। নির্বাচনের সময় অনেকেই ভেবে ছিলেন পরিমলবাবু জয়ী হলে হয়তো কৌশিক রায় না হয় কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। এমনকি দলীয় কর্মকর্তাদের মধ্যে দাবিও উঠেছিল। কিন্তু মন্ত্রিসভায় নয়া করে কাউকে নেওয়া হল না।