রাতাবাড়িতে আটক দুই হাজার টাকার নোট সচল করা চক্র, উদ্ধার ৫০ লাখ টাকা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুন : করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল পুরানো দুই হাজার টাকার নোট সচল করার এক বহৎ চক্র। বাজেয়াপ্ত করা হল ৫০ লাখ টাকা। আটক চক্রের মধ্যে একজন ব্যাঙ্ক ম্যানোজার সহ ছয় জন রয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে ৫০০ টাকা নোটের ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয় দু’টি বাহনও।
করিমগঞ্জের রাতাবাড়ির পুলিশ এক গোপন সূত্রের খবর পায় বন্ধ হয়ে যাওয়া দুই হাজার টাকার নোট সচল করতে হাইলাকান্দি থেকে একটি দল আসছে। খবর মতে রাতাবাড়ি কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাইলাকান্দির কানাডা ব্যাঙ্কের ম্যানেজার জেসরাজ ডেকা, লোন অফিসার চিনলাল মৌন সহ আরও চার ব্যক্তি বরপেটার রকিবুল হাসান, নলবাড়ির দীপজ্যোতি বেজবরুয়া, দু’টি গাড়ির চালক হাইলাকান্দির আনোয়ার হোসেন লস্কর ও মোহাম্মদ সরিফুল আলম খানকে আটক করা হয়।
জানা যায়, ওই দল প্রতি ২০০০ টাকা নোটে ২৫ শতাংশ কমিশন নেয়। তারা গুয়াহাটির রিজার্ভ ব্যাঙ্কে এই ধরনের নোট জমা করে এবং নতুন নোট জারি করে। এই চক্রের মূল হোতা নাসিম ২০০০ টাকার নোট নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।