ঈদের প্রাক্কালে কাঁঠালতলিতে গোয়ালঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মৃত্যু ১৭টি গরুর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ জুন : ঈদের প্রাক্কালে গোয়ালঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল। রহস্যময় আগুনে পুড়ে মৃত্যু ঘটল ১৭টি গরুর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কাঁঠালতলী এলাকার ইন্দুরাইল বস্তিতে। রামাধর কৈরী নামে এক ব্যক্তির গোলাঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার গভীর রাতে এটা ভয়ানক ঘটনাটি সংঘটিত হয়।

রামাধর কৈরী দুই ছেলে সুজিত ও সুরজ দৌড়ে গিয়ে দুটি গরু অর্ধমৃত অবস্থায় রক্ষা বের করে আনেন। গুরুতর জখম হন সুজিত কৈরী। তাঁদের মতে, এটি একটি দুষ্ট দল
প্রতি হিংসার কারণে আগুনের ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় রামধর কৈরীর কয়েক লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঈদের প্রাক্কালে কাঁঠালতলিতে গোয়ালঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মৃত্যু ১৭টি গরুর

সুজিত কৈরী জানান, রাত বারোটা নাগাদ কুকুরের ডাক শুনে তিনি উঠে গোয়াল ঘরে গিয়ে সবকিছু দেখে আবার এসে ঘুমিয়ে পড়েন। এরপর প্রায় আড়াইটা নাগাদ চিৎকার শুনে উঠে দেখতে পান গোয়ালঘর আগুনে জ্বলছে। সঙ্গে সঙ্গে ভাইকে নিয়ে দুইটি গরু বের করতে সক্ষম হন। এর মধ্যে একটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, গ্রামের কোন ব্যক্তির সঙ্গে তার শত্রুতা নেই কে বা কেন এমন ঘটনা ঘটালো তা তিনি বুঝে উঠতে পারেননি।

এদিকে অগ্নিকাণ্ড ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, একইভাবে ২০১৯ সালে একই ঘটনা ঘটেছে। তখন ২০টি গরু পুড়ে ছিল।

Author

Spread the News