পরেশ-জোৎস্না স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন মাছখাল, রানার্স স্বাধীনবাজার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুন : শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা “খোঁজ” আয়োজিত পরেশ চন্দ্র দত্ত ও জোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মাছখাল এফসি। শুক্রবার টুর্নামেন্টের ফাইনালের অবশ্য প্রত্যাশা অনুযায়ী তারা প্রতিপক্ষ দল স্বাধীনবাজার এফসিকে হারিয়ে এই খেতাব দখলে সক্ষম হয়। ম্যাচের ফলাফল ৩-০ । সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত এদিনের ম্যাচে উপভোগ্য খেলা প্রদর্শন করে মাছখালের ফুটবলাররা। প্রতিপক্ষ স্বাধীনবাজার দলকে গোলের সুযোগ দেয়নি । তাদের ফরোয়ার্ডেরা মাছখালের রক্ষণ ডিঙিয়ে তিনকাটি ভেদ করতে পারেনি।
বাবুল হোড়ের জন্মদিন পালন করল খোঁজ
রক্ষণে স্বাধীন বাজার ফুটবলারদের বাধাপ্রাপ্ত হতে হয়েছে বারবার। ফলে তাদেরকে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তোষ্ট থাকতে হয়। ম্যাচে মাছখাল ফুটবল দলের হয়ে প্রথম গোল করেন হেলমি লেগুনা । ম্যাচের বয়স তখন ২১ মিনিট। দ্বিতীয় গোলটি আসে রোনিস পাইসাদের পা থেকে । ম্যাচের ৩৪ মিনিটে। তৃতীয় গোলটি করেন ইউনিস পালং। ম্যাচের ৫৩ মিনিটৈ। টুর্নামেন্টের এদিন ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন মাছখালের রোনিস পাইসাদ , প্রতিশ্রুতিভাবান খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন সোনাই ইলেভেনের রাহাদ হোসেন, সেরা লিঙ্কম্যানের পুরস্কার লাভ করেন স্বাধীনবাজারের দিলদার আরমান লস্কর, টুর্নামেন্ট সেরা হন রানার্স আপ দলের আহসানুল আলম লস্কর, ফাইনাল সেরা হন চ্যাম্পিয়ন দলের হেলমি লেগুনা।
এদিনের ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন ফিফা রেফারি সহকারী তথা বর্তমান রেফারি অ্যাসেসর মৃণালকান্তি রায়, কাছাড় ক্যান্সার হাসপাতালের সদস্য বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী প্রমুখ। তারা উভয় দলের হাতে ট্রফি সমেত যথাক্রমে নগদ ৬ হাজার ও ৫ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে আয়োজক ও স্পনসরার পরিবারের সদস্য সুরজিৎ সোম, রীতি পাল, সজল লস্কর, কামাল লস্কর, তাহেরা লস্কর , হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পি সি দত্ত, সুরজিৎ সোম, শাজাহান লস্কর, বদর উদ্দিন মজুমদার সহ অনেকে।
এদিনের ম্যাচ পরিচালনায় ছিলেন হীরামণি চৌধুরী। তাঁকে সহযোগিতা করেন ইমরান হোসেন মজুমদার, বদরুজ্জামান লস্কর ও হোসেন আহমেদ।
উল্লেখ্য, প্রতিযোগিতার শুরুতে “খোঁজ” এর উপদেষ্টা তথা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি বাবুল হোড়ের জন্মদিন উদযাপনের আয়োজন করেন খোঁজ কর্মকর্তারা। কেক কেটে জন্মদিন পালন করা হয় সোনাই মাঠে।