শিলচরে অসম বার্তাজীবী সংঘের গাছের চারা রোপন

বরাক তরঙ্গ, ৯ জুন : গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার বার্তা দিল অসম বার্তাজীবী সংঘের কাছাড় জেলা কমিটি। বিশ্ব পরিবেশ দিবস পালন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শিলচরে গাছের চারা রোপন করেন জেলা কমিটির কর্মকর্তারা। এদিন গাছের চারা রোপন অনুষ্ঠানে অসম বার্তাজীবী সংঘের ন্যাশনাল কাউন্সিল সদস্য অভিজিৎ ভট্টাচার্য, শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গৌতম তালুকদার, কোষাধ্যক্ষ সুব্রত দাস, সদস্য রাজু চৌধুরী, আলা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিলচরে অসম বার্তাজীবী সংঘের গাছের চারা রোপন

এদিন প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়। উল্লেখ্য, এবারের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অসম বার্তাজীবী সংঘ রাজ্যজুড়ে গত ২ জুন থেকে সপ্তাহব্যাপী গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রতিটি জেলায় সংঘের জেলা কমিটিগুলো গাছের চারা রোপনের কর্মসূচি পালন করছে।

Author

Spread the News