শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল

৯ জুন : মোদি মন্ত্রিসভা শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। সোনোয়াল ১৫ তম অবস্থানে শপথ নিলেন। সোনোয়াল ডিব্রুগড় থেকে বিপুল ভোটে লোকসভায় নির্বাচিত হন।

সর্বানন্দ সোনোয়াল, যিনি মোদি মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসাবে পুনঃনির্বাচিত হয়ে অসমের মানুষকে গর্বিত করেছিলেন, মাতৃভূমির জন্য তাঁর নিবেদিত পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য রবিবার ঈশ্বরের নামে শপথ নিয়েছেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্বানন্দ সোনোয়ালকে শপথবাক্য পাঠ করান।

“আমি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক তৃতীয় মেয়াদে একজন ক্যাবিনেট মন্ত্রী এবং অসমের জনগণ এবং ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের জনগণের ভালবাসা ও আশীর্বাদ এবং আমার প্রয়াত বাবা-মায়ের স্নেহের সঙ্গে আমি সন্তুষ্ট। জনতা জনার্দনের অনুপ্রেরণায় মোদির বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার প্রতি নিবেদিত সেবা।

গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়নের কারণে মোদির প্রতি দেশের আস্থা দৃঢ় রয়েছে। মোদির নেতৃত্বে, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এনডিএ সরকার এটির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি মন্ত্রী নিবেদিতপ্রাণ মনোভাব নিয়ে দেশের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, মোদির দ্বিতীয় মেয়াদে সোনোয়াল বন্দর, নৌপরিবহন এবং আয়ুষ বিভাগের দায়িত্বে ছিলেন।

Author

Spread the News