মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলার মুখে জম্মু ও কাশ্মীর, হত ১০
৯ জুন : নয়া দিল্লিতে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলার মুখে পড়ল জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার এক মন্দির একটি বাসে ফিরছিলেন তীর্থযাত্রীরা। ফেরার পথে তীর্থযাত্রী বোঝাই ওই বাসটিকে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গি হামলার সময় বাসটি খাদে পড়ে যায়। যার জেরে ১০ জন তার্থযাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি শিবখোড়া মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল। মাঝরপথেই হামলা হয়। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে বলে খবর রয়েছে। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।