বন্যাপিড়ীতদের সুবিধার্থে শিলচরে ৯টি মডেল রিলিফ ক্যাম্প জেলা প্রশাসনের
বরাক তরঙ্গ, ২ জুন : কাছাড় জেলা প্রশাসনের তরফে রবিবার শিলচরের দেশভক্ত তরুণ রাম ফুকন স্কুলে ত্রাণ শিবিরে থাকা বন্যাপিড়ীত শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার নুমুল মাহাতো, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড়ঠাকুর ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন উপস্থিত থেকে শিশুদের মধ্যে খিচুড়ী সহ অন্যান্য পুষ্টিকর খাবার বিতরণ করেন।
![বন্যাপিড়ীতদের সুবিধার্থে শিলচরে ৯টি মডেল রিলিফ ক্যাম্প জেলা প্রশাসনের বন্যাপিড়ীতদের সুবিধার্থে শিলচরে ৯টি মডেল রিলিফ ক্যাম্প জেলা প্রশাসনের](https://baraktaranga.com/wp-content/uploads/2024/06/img_20240602_1713171153810397942462811.jpg)
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যাপিড়ীত পরিবারের সুবিধার্থে প্রশাসন জেলায় ৯টি আদর্শ ত্রাণ শিবির শুরু করেছে। দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মডেল রিলিফ ক্যাম্পে থাকা “চাইল্ড ফ্রেণ্ডলি স্পেসেসে” শিশুদের খেলাধুলা, পিটি, ও প্যারেড সহ পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় মহিলা ও শিশুদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। জেলার বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বরাক নদীর জলস্তর কমে আসলেও এখনও বিপদসীমার উপর রয়েছে নদীর জলস্তর। ভারী বৃষ্টিপাতে নদীর জলস্তর বৃদ্ধি পেলে জেলার বন্যাপিড়ীত পরিবারের সুবিধার্থে প্রয়োজনে আরও ত্রাণ ও আশ্রয় শিবিরের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বড়ঠাকুর।