কাটলিছড়ায় বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩০ মে : কাটলিছড়ায় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত্যু হওয়া যুবকের নাম আবুল হুসেন বড়ভূইয়া (৩০)। কাটলিছড়া রাজস্ব চক্রের  আপিন দ্বিতীয় খণ্ড পাহাড় গাঁওয়ের প্রয়াত জমির উদ্দিনের ছেলে আবুল হুসেন বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন। জানা গেছে, তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় জানান নিজের ফিসারি দেখতে যাচ্ছেন। সন্ধ্যা অবধি আবুল ফিসারি থেকে বাড়ি না ফিরায় বাড়ির লোকেরা তাঁর খোঁজে ফিসারিতে যান। অবশেষে ফিসারির জলেই তার মরদেহ দেখতে পাওয়া যায়। বাড়ির লোকেদের ধারণা জলভর্তি ফিসারিতে পড়েই তার মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। 

বিডিএসএফের সভাপতি আব্দুল আহাদ লস্কর মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। এদিকে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

Author

Spread the News