পাথারকান্দিতে বন্যার প্রতিধ্বনি ! মাঠে সার্কল অফিসারকে নিয়ে কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ মে : পাথারকান্দিতে বন্যার প্রতিধ্বনি ! বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই। ঘূর্ণিঝড় রেমালের ফলে গত দু’দিন থেকে ধারা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে  লঙ্গাই নদী। নদীতে জল বাড়ার ফলে বৃহত্তর পাথারকান্দি বিধানসভা এলাকার বেশক’টি নদী বাঁধের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এমন কি ধীরে ধীরে নিচু এলাকাগুলো প্লাবিত হবার খবর যায়। মঙ্গলবার সকাল থেকেই লঙ্গাই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করায় এলাকার চান্দ‌খিরা, সোনা‌খিরা, তিনখাল ডেফলআলা প্রভৃ‌তি গ্রা‌মের নদী বাঁধের উপর দি‌য়ে নদীর জল গ‌ড়ি‌য়ে যায়। এতে অনেকের ঘর বাড়ি, গ্রামীন রাস্তা ঘাট জলের তলায় চলে গেছে।

এমন খবর পেয়ে পাথারকান্দির আগাম বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সার্কল অফিসারকে সঙ্গে নিয়ে তিনি লঙ্গাই নদীর বেশক’টি নড়বড়ে বাঁধ পরিদর্শন করে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলাপ করে যুদ্ধকালীন তৎপরতায় নদীর জল আটকানোর অনুরোধ জানান।

পাথারকান্দিতে বন্যার প্রতিধ্বনি ! মাঠে সার্কল অফিসারকে নিয়ে কৃষ্ণেন্দু

এদিকে, মঙ্গলবার রাতে ফের মুষলধারে বৃষ্টিপাত হলে যে কোন মুহূর্তে রাক্ষুসী লঙ্গাই বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাই আগে থেকেই জরুরীকালীন ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ।

Author

Spread the News