গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। সোমবার এই কর্মসূচি ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমোটিভ ইনস্পেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিং দ্বারা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল ও এনসিসি ইউনিটের সহযোগিতায় আয়োজিত হয়। কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, বিশেষত সেই শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের ড. বাণীকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড (স্কুটি)র জন্য নির্বাচিত হতে চলেছে।

এই অনুষ্ঠানে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা  এবং এনএসএস ও এনসিসি স্বেচ্ছাসেবকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। কর্মসূচির সূচনা হয় এআইএআইএমটি -এর সাইট হেড ড. অনিন্দ বিজয় পাল-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। সেইসঙ্গে বক্তব্য রাখেন অনিল পান্তোজি, মাস্টার ট্রেনার (অবসরপ্রাপ্ত আরটিও), মহারাষ্ট্র সরকার। তাঁদের বক্তব্যে বিশেষত তরুণ চালকদের মধ্যে দায়িত্বশীল গাড়ি চালনা ও ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন।তিনি সড়ক দুর্ঘটনায় প্রয়াত অধ্যাপক ড. আশিস নাথ-এর মর্মান্তিক মৃত্যুর কথা স্মরণ করেন এবং সড়কে অবহেলার ভয়াবহ পরিণতি সম্পর্কে সকলকে সচেতন করেন।

সংবর্ধনা পর্ব পরিচালনা করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ। শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অভিজিৎ জয়সোওয়াল।
এই কর্মসূচি সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তা প্রদান করে এবং নিরাপদ সড়ক ও সচেতন তরুণ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সৌরভ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *