রেমালের তাণ্ডব মিজোরামে, ভূমিধসে ১০ জনেরও বেশী মৃত্যু
বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মিজোরামে। ইতিমধ্যে ভূমিধসে ১০ জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়। আইজলের
হিলিমেন এবং মেলথুম এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে তিনটি স্থানে পরিবারসহ একাধিক বাড়ি চাপা পড়ার পরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া পাথরখনিতে ধস নেমে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক খতি হয়েছে বলে খবর। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ভূমিধসে বহু রাস্তা বন্ধ হয়ে পড়েছে।
