স্কুলে গরমের ছুটি ঘোষণার দাবি বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের

বরাক তরঙ্গ, ২৭ মে : বরাকের স্কুলগুলিতে অবিলম্বে গরমের ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে কাছাড় জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। রাজ্য তথা বরাকে গত কিছুদিন ধরে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি হয়েছে। চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে অবিলম্বে বরাকের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণার দাবিতে সোমবার কাছাড় জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্ট।

এদিনের কর্মসূচির শেষে বক্তব্য রাখতে গিয়ে যুবফ্রন্টের আহ্বায়ক হারাধন দত্ত বলেন, তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ ছুঁয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বরাকে ইতিমধ্যে দুজন মারা গেছেন। যেভাবে তাপপ্রবাহ চলছে স্কুলের ছাত্রছাত্রীদের তা সহ্য করা কঠিন। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এই পরিপ্রেক্ষিতে সরকার যেভাবে স্কুলের সময় এগিয়ে সাড়ে সাতটা থেকে বারোটা করেছেন তাতে সমস্যার সুরাহা হবে না। কারণ একে এতো সকালে প্রস্তুত হয়ে স্কুলে যেতে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে তেমনি যখন স্কুল শেষ হবে তখনও প্রখর রোদ থাকবে। এরমধ্যে যাতায়াত করা মুশকিল। হারাধন বলেন, বরাকে গরমের ছুটি আগে মে মাসেই দেওয়া হত। ব্রহ্মপুত্র উপত্যকার সাথে ক্যালেন্ডার মেলাতে গিয়ে এটাকে জুলাই মাসে পিছিয়ে দেওয়া হয়। তিনি বলেন, জুলাই মাসে এই অঞ্চলে সম্পুর্ন বর্ষার মরশুম থাকে। ফলে তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকে। তাই জুলাই মাসে এই ছুটি দেওয়া অর্থহীন। তিনি বলেন এখনই এই ছুটি ঘোষণা করা হোক। সেজন্যই এই দাবিতেই তাঁরা জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিয়েছেন।

হারাধন দত্ত এদিন আরও বলেন, সরকার বিদ্যুৎ ব্যাবস্থার সংস্কার করতে গিয়ে জনগনের ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে ঘরে ঘরে স্মার্ট মিটার বসিয়েছে। এর ফলে প্রায় প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককে অতিরিক্ত মাশুল দিতে হচ্ছে। কিন্তু এতসবের পরও ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা দিতে এই সরকার চূড়ান্ত ব্যর্থ।‌তিনি বলেন ইদানীং প্রচন্ড গরমের মধ্যেও শিলচর সহ সারা উপত্যকায় দফায় দফায় লোডশেডিং চলছে। কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এনিয়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হারাধন বলেন অবিলম্বে এই সমস্যার সমাধান করুক সরকার। নতুবা তারা আগামীতে এর প্রতিবাদে স্থানীয় এপিডিসিএল কার্যালয় ঘেরাও করতে বাধ্য হবেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, যুবফ্রন্টের পক্ষ থেকে রাজেশ রায়, পিকলু দাস প্রমুখ।

Author

Spread the News