উধারবন্দে ভুয়ো দুই কৃষি আধিকারিক আটক, পুলিশে দিলেন জনতা
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ মে : উধারবন্দে আটক করা হল দুই ভূয়ো কৃষি আধিকারিককে। জনতার সঙ্গে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক দুই ভুয়া কৃষি আধিকারিক। পালিয়ে যায় আরও দুইজন। ধৃতরা উত্তর কৃষ্ণপুরের হারু দাস ও উধারবন্দের রিংকু ধর ৷
অভিযোগ নিজেদের কৃষি আধিকারিক পরিচয় দিয়ে গ্রামবাসীদের কিষান ক্রেডিট কার্ড বানিয়ে দেওয়ার জন্য মোট চার ভূয়ো কৃষি আধিকারিক গিয়েছিলেন উধারবন্দের ঝাপিরবন্দে। তাদের সঙ্গে ছিল একটা পিওএস মেশিনও। স্থানীয় রাজেশ বংশীর ঘরে জমায়েত হয়েছিলেন গ্রামবাসী। নগদ ধন ও নথিপত্র দিয়ে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধে নিতে। কিন্তু, সেখানেই ঘটে বিপত্তি। তাদের কথাবার্তায় সন্দেহ হয়, নানা জিজ্ঞাসাবাদের জন্য বেরিয়ে আসে আসল পরিচয়। এরা যে নকল কৃষি আধিকারিক। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা। ধরপাকড় শুরু হতেই, দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুই ভুয়ো আধিকারিক জনতার হাতে ধরা পড়ে যান। এরপর উধারবন্দ পুলিশের হাতে তুলে দেন জনতা।