অরুণাচল প্রদেশের ছাত্ৰীর এভারেস্ট জয়
পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৬ মে : রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাবাক ইয়ানোর মাউন্ট এভারেস্ট বিজয়ে গুজরাটের গান্ধীনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে তাকে সংবর্ধনা জানানো হয়।
কাবাক অরুণাচল প্রদেশের বাসিন্দা। তিনি অরুণাচল প্রদেশের পঞ্চম মহিলা পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেন এবং নিশি সম্প্রদায়ের প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে আরোহণ করেন।
কাবাক বর্তমানে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ব বিদ্যালয়ের পাশিঘাট ক্যাম্পাসে ফিটনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করছেন। তিনি কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে ২১ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন!