মেরামতের জন্য বারইগ্রাম অঞ্চলে দু’টি সড়কে যান চলাচল বন্ধ 

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : পূর্ত বিভাগের নিলামবাজারস্থিত শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের অন্তর্গত কাটারগুল ও তেলিপাড়া হয়ে টুকেরবাজার থেকে বরাইগ্রাম পেচারপার সড়ক এবং বারইগ্রাম পূর্ত সড়ক থেকে বাদেজামা সড়কে আইসিবিপি ব্লক বসানোর কাজ ও পিসি, এসসি কাজের জন্য ২০ জানুয়ারি থেকে ওই সড়কগুলি দিয়ে সব ধরণের যান বাহন চলাচল পুণরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন।

ওই সড়কগুলি বন্ধ থাকাকালীন সময়ে জনগণকে বিকল্প সড়ক হিসেবে ভিতরগুল সড়ক হয়ে কাটারগুল থেকে সোনাতলা পূর্ত সড়ক এবং নবিপুর হয়ে বাদেজামা থেকে বারইগ্রাম রেলওয়ে গেট সড়কে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *