সয়াবিন চাষের জন্য বীজ বিতরণ ভারত বিকাশ পরিষদ

মোহাম্মদ জনি, করিমনজ
বরাক তরঙ্গ, ২৪ মে : করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের বৈঠাখালবস্তি এলাকায় ইনস্টিটিউট অফ অ্যাডভ্যান্সড স্টাডি ইন সায়েন্স এন্ড টেকনোলজি, গুয়াহাটি এবং ভারত বিকাশ পরিষদ পাথারকান্দি শাখার যৌথ উদ্যোগে সয়াবিন চাষের জন্য বীজ বিতরণ করা হয়েছে শুক্রবার। তফসিল জাতি ও তফসিল উপজাতি উন্নয়নে ভারত সরকারের সূচি অনুযায়ী এই প্রকল্প আরম্ভ করা হয়েছে।এই প্রসঙ্গে প্রজেক্ট সাইন্টসিস্ট ড. মলয়জ জয়রাজ ভট্টাচার্য  বলেন, বাণিজ্যিকভাবে ও সয়াবিন চাষ অত্যন্ত লাভজনক ব্যবসা।ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব ভারতের সম্পাদক,সম্পর্ক  বিশ্বজ্যোতি দে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নয়নে ভারত বিকাশ পরিষদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং আগামী দিনে ও ভারত বিকাশ পরিষদের এইরূপ প্রয়াস অব্যাহত থাকবে বলে অভিহিত করেন।

এদিন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের পাথারকান্দি শাখার প্রাক্তন সভাপতি শ্মানিক দেব জানান আগামী পনেরো দিনের মধ্যে উন্নত মানের আর ও দুটি প্রজাতি স্বর্ণ বসুন্ধরা ও স্বর্ণসুগন্ধর বীজ বিতরণ করা হবে।তাই উৎসাহি কৃষক চাষের জন্য বীজ নিতে চাইলে ভারত বিকাশ পরিষদের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Author

Spread the News