কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা রূপম সংস্থার
বরাক তরঙ্গ, ২৩ মে : প্রতিবছরের ন্যায় এ বছর ‘রূপম’ এর ব্যবস্থাপনায় ‘রূপম প্রতাপ প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে’ বরাক উপত্যকার এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ দুস্থ মেধাবী ছেলে মেয়েদের আর্থিক সাহায্য দেওয়া হয়। এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী এবং শিলচর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রূপমের সভাপতি ড. বিভাস দেব, কার্যকরী সভাপতি রাজকুমার পাল, মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্তরায়, সহ-সভাপতি নীহাররঞ্জন পাল ও পঙ্কজ পুরকায়স্থ। এছাড়া সংস্থার সকল সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন, মুখ্য অতিথিদের বরণ শেষে রূপমের শিল্পীরা নীলাঞ্জন পালের পরিচালনায় একটি সমবেত সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে রূপম এর সাধারণ সম্পাদক নিখিল পাল স্বাগত ভাষণে এই অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এরপর মঞ্চে আসীন মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্তরায়, প্রফেসর মানবেন্দ্র দত্ত চৌধুরী, শাশ্বতী রায়, রাজকুমার পাল, নিহাররঞ্জন পাল সবাই একে একে বক্তব্য রাখেন।প্রত্যেক বক্তারই মূল বক্তব্য এটাই ছিল যে শুধু পড়াশোনার মাধ্যমে মার্কস বাড়ানোর চিন্তা না করে সেই সঙ্গে সামাজিক কার্যকলাপ বৃদ্ধি এবং পরিবারের পিতা-মাতার প্রতি যত্নশীল হতে হবে এবং মানুষ হতে হবে। এই অনুষ্ঠানে মোট ১০ জন মেধাবী ছাত্রছাত্রীকে উত্তরীয় মানপত্র ও উপহার তুলে দেন সম্মানিত অতিথিরা।
প্রতিবছরই মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে রূপম পরিবারের ছেলে মেয়েরা যারা ভালো রেজাল্ট করে থাকে তাদের সংবর্ধনা দেওয়া হয়ে থাকে আজও রূপম পরিবারের মোট ৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক নীলাঞ্জন পাল।