বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সংহতি কার র্যালি উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে গ্লোবাল ওয়ার্মিং এর উপর এক সচেতনতা সভা ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর ব্যবস্থাপনায় ছিল কেআরসি ফাউন্ডেশনের হাইলাকান্দি টিম। সহযোগিতায় ছিল অঙ্কন শ্রী ফাইনান্স ইনস্টিটিউট ও রোটারি ক্লাব। প্রসঙ্গত গত ৪ জানুয়ারি উত্তর বঙ্গের বাগডোগরা থেকে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক কার রেলি যাত্রা শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে রবিবার হাইলাকান্দি শহরের গুরুস্থানম প্লে স্কুলে অঙ্কণ প্রতিযোগিতা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের পক্ষ থেকে রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী।
তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি হাইলাকান্দিতে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক এই কার রেলি হাইলাকান্দিতে আসবে। আর এরই অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশের উপর সচেতনতা বৃদ্ধি করতে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও অঙ্কনশ্রী ফাইন আর্টস ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানান সভাপতি অজয় দাস ও সম্পাদক দিপ্তীময় পাল।রোটারি ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী।

এছাড়াও এদিন গ্লোবাল ওয়ার্মিং এর উপর সচেতনতামূলক বক্তব্য রাখেন এস এস কলেজের রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবাশিস গুহ ঠাকুরতা। তিনি ভাবি প্রজন্মকে নিজেদের পরিবেশ বাঁচাতে তাদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এছাড়াও গোটা অনুষ্ঠান সম্পাদনে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন শম্ভু কংসবনিক, দেবস্মিতা নাথ, অভিজিৎ রবিদাস, বৈশালী পাল, পায়েল সরকার এবং অনামিকা দেবনাথ প্রমুখ।



