নাগ্রা ওয়াচ পোস্টে পুলিশের জালে বার্মিজ সিগারেটসহ এক পাচারকারী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাজারিছড়া থানার পুলিশের তৎপরতায় অসম–মিজোরাম–ত্রিপুরা সীমান্তবর্তী রাঙামাটি এলাকায় বিপুল পরিমাণ সন্দেহভাজন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। নাকা তল্লাশির সময় একটি অটো রিকশা থেকে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করে পুলিশ এক যুবককে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাজারিছড়া থানার অন্তর্গত নাগ্রা ওয়াচ পোস্টের রাঙামাটি এলাকায় এই অভিযান চালানো হয়। শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে রাঙামাটি এডি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিশেষ নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়। অভিযানে বাজারিছড়া থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি ও নাগ্রা ওয়াচ পোস্টের ইনচার্জ অভিজিত ভরালীর যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ মেদলিছড়া থেকে শ্রীভূমির দিকে আসা একটি অটো রিকশা (নম্বর: এস-১০-এসি-৫৭৭৭) নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় অটো রিকশার ভেতর থেকে ২২৩ বাক্স সন্দেহভাজন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। চালক এসব সিগারেটের কোনও বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়।

এরপর উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সিগারেট, অটো রিকশা এবং চালককে আটক করে পুলিশ হেফাজতে নেয়। ধৃত যুবকের নাম দেবজিত বর্ধন (২৩)। তিনি নিলামবাজার থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এই অবৈধ সিগারেট এনে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহের পরিকল্পনা ছিল। বিষয়টি নিয়ে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার ধৃত যুবককে শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি, চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত এবং অবৈধ সিগারেটের উৎস খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রুখতে বাজারিছড়া থানার পুলিশ ও নাগ্রা ওয়াচ পোস্টের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুলিশের ধারাবাহিক নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে চোরাচালানকারীদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *