বদরপুরে খতমে বুখারিতে জনজেয়ার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি: উত্তর-পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের যৌথ উদ্যোগে বার্ষিক সম্মেলন এবং খতমে বুখারি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া, বদরপুর প্রাঙ্গণে ৭৪তম খতমে বুখারি ও জলসায়ে দস্তারবন্দির আয়োজন করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় উত্তর-পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামির সংগঠনের ৬১তম বার্ষিক সম্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কার্যকরী সভাপতি ও সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মওলানা আনিসুর রহমান ক্বাসিমি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত হযরত মওলানা ইউসুফ আলি। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এই অধিবেশনে ছবাহি মক্তবের শিশুদের কিরাত পাঠ, কছিদা, গজল পরিবেশন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুপুর দেড়টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয় নদওয়াতুত তামির ও আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার পতাকা উত্তোলনের মাধ্যমে। নদওয়াতুত তামিরের পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি মওলানা আনিসুর রহমান ক্বাসিমি এবং মাদ্রাসার পতাকা উত্তোলন করেন আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি। উদ্বোধনী ভাষণে তিনি নদওয়াতুত তামিরের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল জলিল চৌধুরীর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। তিনি সমাজ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে একটি সুশিক্ষিত ও সুস্থ সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া নদওয়ার বিভিন্ন আঞ্চলিক শাখার পদাধিকারীরা সংগঠনের কার্যক্রম ও মক্তব শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

এদিন আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলির হাতে বদরপুর আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত মওলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনভিত্তিক স্মরণিকা ‘এ মাইলস্টোন ম্যান’ উন্মোচন করা হয়। পাশাপাশি মওলানা আব্দুল জলিল চৌধুরী স্মৃতি পুরস্কার ও দ্বিতীয় আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূঁইয়া স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

আজমল ফাউন্ডেশনের কর্ণধার ও প্রাক্তন সাংসদ মওলানা বদরুদ্দিন আজমলকে মওলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবং দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরীকে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *