খতমে বোখারি উপলক্ষে বদরপুরে ধর্মীয় মহাসম্মিলন, সংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : রবিবার পবিত্র খতমে বোখারি উপলক্ষে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুরে অনুষ্ঠিত হচ্ছে এক ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ধর্মীয় মহা অনুষ্ঠান। এই খতমে বোখারি অনুষ্ঠানকে কেন্দ্র করে বদরপুর শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা যেন রূপ নিয়েছে এক বিশাল ধর্মীয় ও সামাজিক মিলনমেলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। প্রতিবছরের ন্যায় এবারও খতমে বোখারি উপলক্ষে অনুষ্ঠান শুরুর এক দিন আগেই বদরপুর শহরে বসেছে বিশাল অস্থায়ী বাজার। শহরের প্রধান সড়ক, আশপাশের অলিগলি ও খোলা মাঠজুড়ে গড়ে ওঠা এই বাজার ধীরে ধীরে মেলার রূপ ধারণ করে। দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা তাঁদের পণ্যসামগ্রী নিয়ে এসে পসরা সাজিয়ে বসেন, ফলে বদরপুর শহরে দেখা যায় এক অনন্য প্রাণচাঞ্চল্য।

এই বাজারে ধর্মীয় গ্রন্থ, কোরান শরিফ, তাফসির, হাদিসের বই, তসবিহ, টুপি, আতর, জায়নামাজসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের খেলনা, বাহারি পোশাক, গৃহস্থালি সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিপুল সমাহার লক্ষ্য করা যায়। পাশাপাশি বিভিন্ন রকমের মুখরোচক খাবার ও ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্যের দোকান ক্রেতাদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। খতমে বোখারি উপলক্ষে মাদ্রাসায় আগত হাজারো শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় সাধারণ মানুষ এই বাজারে ভিড় জমান। সকাল থেকেই বাজার এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোথাও চলছে দরদাম, কোথাও শিশুদের আবদারে খেলনা কেনার দৃশ্য, আবার কোথাও পরিবার-পরিজন নিয়ে কেনাকাটার আনন্দ সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খতমে বোখারি উপলক্ষে বসা এই বাজার বদরপুর অঞ্চলের বহু বছরের পুরনো ঐতিহ্য। ধর্মীয় এই মহা অনুষ্ঠানের সঙ্গে বাজারটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনেকের কাছে এটি শুধুমাত্র কেনাকাটার স্থান নয়, বরং আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ, আনন্দ ভাগাভাগি এবং সামাজিক বন্ধন দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ।
ব্যবসায়ীরা জানান, খতমে বোখারি উপলক্ষে বসা এই বিশাল বাজার তাঁদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সময়। একদিন বা স্বল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণে বেচাকেনা হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এতে যেমন তাঁদের জীবিকা নির্বাহে সহায়তা হয়, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খতমে বোখারি অনুষ্ঠানটির গুরুত্ব অপরিসীম। হাদিস শরিফের সর্বশ্রেষ্ঠ কিতাব ‘সহিহ বোখারি’ পাঠ সমাপ্তির এই অনুষ্ঠান মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ ও সম্মানজনক উপলক্ষ। এই দিনে ওলামায়ে কেরামগণ দীন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ সংস্কারে হাদিসের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সব মিলিয়ে বলা যায়, আল জামিয়াতুল আরবীয়াতুল ইসলামিয়া বদরপুরের খতমে বোখারি অনুষ্ঠান শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি বদরপুর অঞ্চলের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক ঐতিহ্যবাহী মহাউৎসব।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দে মিলেমিশে বদরপুর শহর  পরিণত হয়েছে এক অনন্য উৎসবের নগরীতে।সব মিলিয়ে বলা যায়, পবিত্র খতমে বোখারি উপলক্ষে বদরপুর শহর আজ পরিণত হয়েছে বিশ্বাস, ঐতিহ্য ও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে উৎসবের রোপে এক অনুপম মিলনস্থল হয়ে উঠে যার রেশ ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি অলিগলি ও মানুষের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *