‘বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে বসিয়েছে বিজেপিই’, দুর্গাপুজোর ইউনেসকো স্বীকৃতি নিয়ে দাবি মোদির 

১৮ জানুয়ারি : বাংলা ভাষা এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কৃতিত্ব যে তাঁর সরকারেরই, তা আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সিঙ্গুরে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী দাবি করেন, দিল্লির বিজেপি সরকারের আন্তরিক উদ্যোগের ফলেই দুর্গাপুজো ইউনেসকোর। ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা পেয়েছে। একইসঙ্গে বাংলা ভাষাকে ‘ধ্রুপদী’ বা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়ার বিষয়টিকেও তাঁর সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।

সংস্কৃতি ও ভাষার উন্নয়ন: প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি দিল্লিতে সরকার গঠনের পরই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই দাবি আমাদের সরকারই পূরণ করেছে।” তিনি আরও জানান যে, এই স্বীকৃতির ফলে বাংলা ভাষা নিয়ে বিশ্বজুড়ে গবেষণার সুযোগ বাড়বে এবং এই সমৃদ্ধ ভাষার চর্চায় আরও গতি আসবে।

আন্তর্জাতিক আঙিনায় দুর্গাপুজো: বাংলার সবথেকে বড় আবেগ দুর্গাপুজো নিয়ে মোদি বলেন, “বিজেপি সরকারের তৎপরতা ও সঠিক সওয়ালের কারণেই ইউনেসকো দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে।” আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা প্রমাণ করতেই প্রধানমন্ত্রী এই তথ্যগুলি বারবার তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *