হাইলাকান্দিতে ১৭তম জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১২ মে : কোরোনাকালের পর দীর্ঘ বিরতি নিয়ে হাইলাকান্দিতে ফের শুরু হল জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা। তবে আয়োজকদের প্রত্যাশ্যা অনুযায়ী প্রতিযোগী না হলেও রবিবার হাইলাকান্দি ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হল ১৭ তম জেলা ভিত্তিক প্রতিযোগিতা। আয়োজনে ছিল হাইলাকান্দি জেলা দাবা সংস্থা (এইচডিসিএ)।

এই প্রতিযোগিতার ওপেন ক্যাটেগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ক্রমে পার্থ পাল, কল্পজ্যোতি ভট্টাচার্য ও সৌরভ ঘোষ। এছাড়াও অনুর্ধ ১১ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কৃশ খেরকাটারি। মেয়েদের ওই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মালিহা টাকিয়া বড়ভূইয়া। অনুর্ধ ১৫ ছেলেদের ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আসিফ নায়িফ, মহিলাদের ওই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে অর্ণভি নাথ।

হাইলাকান্দিতে ১৭তম জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা

প্রতিযোগিতায় অনুর্ধ ১৯ ছেলে ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ক্রমে দেবরাজ দেব ও নিকিতা দে। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটেগরিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৪ জন প্রতিযোগী অংশ নেন। সারাদিনব্যাপী খেলার শেষে রবিবার রাতে ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাভা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন এবং পুরস্কার তুলে দেন সংস্থার উপদেষ্টা তথা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্য, রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি তথা সংসার উপদেষ্টা শংকর চৌধুরী,  সংস্থার সম্পাদক প্রতুল সিনহা, সৌরীন দেব, অভিভাকদের পক্ষ থেকে অঞ্জন নাথ, মানসজ্যোতি দেব, ব্লু ফ্লাওয়ার্স ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষ তুহিন পাল প্রমুখ।

হাইলাকান্দিতে ১৭তম জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা

বক্তারা এধরনের দাবা প্রতিযোগিতায় আরো ব্যাপক অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান। হাইলাকান্দি দাবা সংস্থা প্রতিযোগিতার আয়োজন করে হাইলাকান্দি রোটারেক্ট ক্লাবের সহযোগিতায়। সংস্থার সভাপতি মিলন দাস কলকাতা থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। এছাড়া ও সংস্থার পক্ষ থেকে সম্পাদক প্রতুল সিনহা জানান বিজয়ীরা পরবর্তীতে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

Author

Spread the News