বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : এক মর্মান্তিক দুর্ঘটনায় দু’টি পরিবারের স্বপ্ন চূর্ণ হয়ে গেল। শনিবার একটি সুইফট গাড়িতে করে যাত্রা করছিলেন দুই যুবক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কালভার্টে ধাক্কা মারে। ধাক্কার পরই গাড়িটি রাজপথে উল্টে যায়। এই দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন এক উদীয়মান তরুণ প্রতিভা।
দুর্ঘটনার পর সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি থেকে ছিটকে পড়েন এক আরোহী। গাড়িটি তাঁর শরীরের ওপরই উল্টে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। শনিবার সন্ধ্যায় বাকসা জেলার বরমা–নিকাছি সংযোগী সড়কে এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসালয়ে ভর্তি করান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর AS-01-FE-9424 বলে জানা গেছে।
নিহত যুবকের নাম শাশ্বত কলিতা এবং আহত যুবকের নাম জিতু শর্মা। শাশ্বতের পৈতৃক বাড়ি বরমায় হলেও কর্মসূত্রে তিনি নলবাড়ি শহরে বসবাস করতেন। আহত জিতু শর্মা বরমার বাসিন্দা বলে জানা গেছে।

শাশ্বত কলিতা নলবাড়ি কমার্স কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। নলবাড়ি শহরের কলেজ রোডে একটি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি ভ্লগার হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শাশ্বতের অকাল প্রয়াণে তাঁর গুণমুগ্ধ ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখযোগ্য যে, শুক্রবারই তিনি নিজের বিয়ের তারিখ চূড়ান্ত করেছিলেন। গোরেশ্বরের এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে আগামী মার্চ মাসে নির্ধারিত ছিল। বিয়ের দিন ঠিক হওয়ার পরদিনই অকালেই পৃথিবী ছেড়ে চলে গেলেন উদীয়মান যুবক শাশ্বত কলিতা।



