১৮ জানুয়ারি : দেশের আকাশপথে বড়সড় শাস্তির মুখে ইন্ডিগো। গত ডিসেম্বরে বিমান পরিষেবা বিপর্যয় এবং দীর্ঘ সময় ধরে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এয়ারলাইনটিকে ২২.২ কোটি টাকা জরিমানা করল অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (DGCA)। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ইন্ডিগোকে ৫০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্ডিগোর শতাধিক বিমান বাতিল নিয়ে ডিজিসিএ-র তদন্তে উঠে এসেছে যে পরিকল্পনায় ব্যাপক খামতি ছিল। পাশাপাশি অপারেশনাল ও রেগুলেটরি গাফিলতিও ছিল, যার জেরে ডিসেম্বর মাসে বিমান বিপর্যয় নেমে আসে। ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ২৫০৭টি বিমান বাতিল করে দেওয়া হয়। ১৮৫২টি বিমান দেরিতে চলে। প্রায় তিন লক্ষেরও বেশি যাত্রী সমস্যায় পড়েন এর জেরে।
ছয়টি পৃথক নিয়ম ভঙ্গের জন্য ডিজিসিএ ইন্ডিগোকে ১ কোটি ৮০ লক্ষ টাকা জরিমানা করেছে। ২০ কোটি ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের নিয়ম (FDTL ) লঙ্ঘন করার জন্য। ডিসেম্বরের ৫ তারিখ থেকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৮ দিনের জরিমানা করা হয়েছে। প্রতি দিন পিছু জরিমানা করা হয়েছে ৩০ লক্ষ টাকা। পাশাপাশি ইন্ডিগোকে ৫০ কোটি টাকার ব্য়াঙ্ক গ্যারান্টিও দিতে বলা হয়েছে।

এই সময়ে ইন্ডিগোর বিমান বাতিল বা যাদের বিমান তিন ঘণ্টার বেশি সময় দেরি করেছিল, তাদের উড়ান সংস্থার তরফে ১০ হাজার টাকার ভাউচার দিতে হবে। এই ভাউচার ১২ মাসের মধ্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।



