ভক্তদের জন্য খুলল কেদারনাথ ধামের দরজা
১০ মে : উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় শুক্রবার।
অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ ধামের পোর্টালগুলি খোলার মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দিরকে প্রায় ৪০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের পোর্টালগুলিও শুক্রবার খুলে যাচ্ছে।
রাজ্য সরকার ইতিমধ্যেই চারধাম যাত্রার সময় তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। ২২ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন। যদিও বদ্রীনাথের দরজা খুলছে ১২ মে।