প্রবীণ সাংবাদিক শঙ্ককরলাল দে-কে সংবর্ধনা পাথারকান্দির কর্মরত সাংবাদিক সংস্থার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে পাথারকান্দিতে এক হৃদয়স্পর্শী ও সম্মানজনক উদ্যোগ গ্রহণ করল বৃহত্তর পাথারকান্দির কর্মরত সাংবাদিক সংস্থা। দীর্ঘদিন ধরে সংবাদজগতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসা অঞ্চলের অন্যতম প্রবীণ সাংবাদিক শঙ্করলাল দে-কে বিশেষ সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হয়। সংস্থার সভাপতি বিষ্ণুমূর্তি সিংহ ও সাধারণ সম্পাদক মুজির উদ্দিনের নেতৃত্বে দশ সদস্যের একদল কর্মরত সাংবাদিক দুপুরে স্থানীয় ওএনজিসি রোডের শঙ্করলাল দে-র বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁকে ফুলের তোড়া, উত্তরীয় ও গামছা পরিয়ে আন্তরিক সংবর্ধনা জানানো হয়।এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলোচনায় শঙ্করলাল দে বলেন, নতুন প্রজন্মের বহু যুবক আজ সংবাদ জগতকে পেশা হিসেবে গ্রহণ করছে—এটি সত্যিই আমাদের পেশার জন্য আনন্দের বিষয়। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখাটা আজও সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার এই মহান পেশা সম্মানের হলেও, অনেকসময় কারও স্বার্থে আঘাত লাগলে সাংবাদিকদের হুমকির মুখেও পড়তে হয়। তবুও নিজের দায়িত্ব ও নীতিবোধ থেকে পিছিয়ে না এসে সত্যের সন্ধানে কাজ করে যাওয়া এটাই একজন প্রকৃত সংবাদকর্মীর পরিচয়।গণতন্ত্র রক্ষায় সাংবাদিকতার ভূমিকা উল্লেখ করে প্রবীণ এই সাংবাদিক বলেন, এখনও সমাজের বৃহৎ অংশ সাংবাদিকদের পাশে আছে বলেই গণতন্ত্র টিকে আছে। গণমাধ্যমই সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরে, আর এই দায়িত্বশীল ভূমিকাই আমাদের পেশাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। সংবর্ধনা উপলক্ষে তিনি নিজের অতীতের সাংবাদিক জীবনও স্মরণ করেন। তাঁর ভাষায়,আগেকার সময়ে একটি সংবাদ পাঠাতে কত পরিশ্রম আর দৌড়ঝাঁপ করতে হত! ফোন, ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস কিছুই ছিল না। আজ প্রযুক্তির বদৌলতে সংবাদ পরিবেশন অনেক সহজ হলেও দায়িত্ব কিন্তু ততটাই বেড়েছে—বরং আরও বেশি।অসুস্থ শরীর, বয়সের ভার—সবকিছুর পরও আজও প্রতিদিন তিন–চারটি পত্রিকা নিয়মিত পড়েন তিনি। সংবাদ জগতের সঙ্গে তাঁর অটুট সখ্য, নিষ্ঠা ও আগ্রহ উপস্থিত সবার মধ্যেই অনুপ্রেরণা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *