মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : হাতে কলমে প্রশিক্ষণে বদলাচ্ছে জীবন, আনিপুরে সিআরপিএফ এর সফল সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে পাথারকান্দিস্থিত ১০ নম্বর ব্যাটেলিয়ান সিআরপিএফ বাহিনীর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় আনিপুরে অবস্থিত এম/এস রবিতা টেইলার এন্টারপ্রাইজেস-এ পরিচালিত ২১ দিনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে।এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১৪ জন স্থানীয় মহিলাকে সেলাই ও কাটিং-এর আধুনিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন সময়ে অংশগ্রহণকারী মহিলাদের হাতে-কলমে কাজ শেখানো হয়, যাতে ভবিষ্যতে তাঁরা নিজ উদ্যোগে জীবিকা নির্বাহ করতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে এক অর্থবহ সমাপ্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে ১০ম বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সন্তোষকুমার শর্মা প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।
সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অংশগ্রহণ কারী প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সুদৃঢ় করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী কমান্ড্যান্ট সন্তোষকুমার শর্মা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ও স্বনির্ভর ভবিষ্যৎ কামনা করেন। গ্রামবাসীরা ১০ নম্বর বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে এলাকার পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা সমাজের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।



