অনাবৃষ্টি! ত্রিপুরার কসবেশ্বরী মন্দিরে পুজো বিধায়ক অন্তরার
বরাক তরঙ্গ, ১ মে : বৃষ্টির জন্য হাহাকার করছেন ত্রিপুরার সিপাইজলা জেলার মানুষ। পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি উষ্ণতায় নাভিশ্বাস চরমে পৌছার পথে। এতে বৃষ্টির জন্য পৌরানিক নিয়মে অনেকে ব্যাঙের বিয়ে কুমারি পূজা সহ বিবিধ উপাচারে পূজার্চনা করে চলছেন। কিন্তু তাতেও যেন তুষ্ট হচ্ছেন না বরুন দেবতা। এমন সংকটে বুধবার দুপুরে কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা দেবসরকারের নেতৃত্বে এলাকার মহিলারা স্থানীয় কসবেশ্বরী মায়ের দীঘি থেকে কলসি কলসি জল এনে মায়ের মন্দিরে পুজো দিয়ে বৃষ্টির জন্য আকুল প্রার্থনা করেন।
উল্লেখ্য, বিগত বছরেও অনুরুপ ভাবে বৃষ্টির জন্য এলাকার মহিলারা এই মন্দিরে পুজো দিলে মুহুর্ত্বের মধ্যে বৃষ্টি নেমে আসে।তাই সকল মহিলাদের বিশ্বাস এ বছরেও কসবেশ্বরী মায়ের মন্দিরের জল ঢাললে মায়ের কৃপায় বৃষ্টি নেমে আসবে।