কদমতলায় চড়ক পূজা ও মেলায় উপচে পড়া ভিড়

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অসম সীমান্তের লাগোয়া উত্তর ত্রিপুরার কদমতলায় চড়ক পূজা ও মেলায় ভিড় ছিল লক্ষণীয়। রবিবার উত্তর ত্রিপুরা জেলার অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চড়ক পূজা সহ মেলা অনুষ্ঠিত হয়। মূলত শ্রীশ্রী কালীশঙ্কর গাজন সন্ন্যাসী দলের উদ্যোগে ও কদমতলা এলাকার দু’টি সামা‌জিক সংস্থার পরিচালনায় রবিবার চতুর্দশীর দিনে দিনভরব্যাপী বিবিধ মাঙ্গলিক কার্যক্রম সহ শিব ভক্ত‌দের নানা নান্দনিক কসর‌তের মধ্যে দি‌য়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিগত প্রায় অর্ধশত বছর ধ‌রে এই মাঠে এমন মহ‌তি অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে আস‌ছে।

কদমতলায় চড়ক পূজা ও মেলায় উপচে পড়া ভিড়

এদিন উৎসবের সূচনা লগ্নে চড়ক গাছ স্থাপন সহ নানা উপাচা‌রে পূজো সম্পন্ন হয়। এবছরের মুল অনুষ্ঠান‌টি ছিল র‌বিবার। এ‌দিন সকাল থে‌কে বি‌বিধ মাঙ্গ‌লিক কার্যসূচী‌তে পু‌জো ও প্রদর্শনী অনু‌ষ্ঠিত হয়। এ‌তে ভিড় ছিল চো‌খে পড়ার মত। অনেকে হাড়‌হিম করা নানা তান্ত্রিক ও বৈ‌দিক কৎসর প্রদর্শন ক‌রে দর্শক‌দের তাক লাগিয়ে দেন।

কদমতলায় চড়ক পূজা ও মেলায় উপচে পড়া ভিড়

এদিকে, চড়ক পুজা উপল‌ক্ষে বিরাট মেলাও ব‌সে। এতে দুর দুরা‌ন্তের বি‌ভিন্ন দোকানীরা বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে মেলা বসেন। এদিন আকাশে বরুন দেবতার তর্জন গর্জন থাকলেও পুজা ও মেলায় তেমন প্রকোপ পড়েনি।‌ প্রচুর সংখ্যা জনগণের উপস্থিতিতে পূজা ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এতে পূজা ও মেলা সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে স্থানীয়  প্রশাসন সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। শান্তিপূর্ণ ভাবে চড়ক পুজা ও মেলা সম্পূর্ণ হওয়া‌তে প্রশাসন‌কে ধন‌্যবান জ্ঞাপন ক‌রে‌ছেন চড়ক পূজার আ‌য়োজক কমিটির কর্মকর্তারা।

Author

Spread the News