অত্যাধিক বৃষ্টি, ধসে পড়েছে জাতীয় সড়ক

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : প্রবল বর্ষণে অরুণাচল প্রদেশে ব্যাপক ভূমিধস হয়েছে। অরুণাচল প্রদেশে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে জাতীয় সড়কের একটি বড় অংশ পাহাড়ি ভূমিধসে ভেসে গেছে।

মঙ্গলবার রাত থেকে রাজ্যের দিবাং উপত্যকায় বৃষ্টিপাত বেড়েছে। ৩৩ নং জাতীয় সড়কের এলাকা দিয়ে গেছে। এই এই জাতীয় সড়ক দিবাং উপত্যকাকে সমগ্র অরুণাচল প্রদেশের সঙ্গে সংযুক্ত করেছে।

অত্যাধিক বৃষ্টি, ধসে পড়েছে জাতীয় সড়ক

অত্যাধিক বৃষ্টির ফলে পাহাড়ে ধস নেমে এসেছে। ভূমিধসে হুনলি এবং আনিনির মধ্যে জাতীয় সড়কের একটি বড় অংশ ধসে গেছে। তাই দিবাং এবং রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

দিবাং চিন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশের একটি জেলা। রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু জাতীয় সড়কের এই অংশ ধসে প্লাবিত হয়েছে। আগামী তিনদিন রাস্তা বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Author

Spread the News