শুক্রবার শিলচর লোকসভা আসনে ভোট, রওয়ানা ভোটকর্মীরা
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : দেশে আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। এর সঙ্গে বরাকের দু’টি লোকসভা আসনের ভোট নেওয়া হবে। শিলচর আসনের ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের প্রিসাইডিং ও পোলিং অফিসার সহ নিরাপত্তা কর্মীরা বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শিলচর আসনের অধীন শিলচর, সোনাই, ধলাই, লক্ষীপুর, কাটিগড়া বড়খলা ও উধারবন্দ কেন্দ্রের মোট ১৫৫১ টি বুথ কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার ৯৪১টি বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ভোটগ্রহণকারীরা।
এদিন শিলচর রামনগরের আইএসবিটি এবং আইএসটিটিতে ইভিএম সহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী সমঝে দেওয়া হয় ভোটকর্মীদের। জেলা আযুক্ত তথা জেলা রিটার্নিং অফিসার রোহণকুমার ঝা জানান, জেলায় সবমিলিয়ে ভোটকেন্দ্র রয়েছে ১৫৫১টি। বুধবার প্রথম দিন লক্ষীপুর, কাটিগড়া এবং ধলাইর ৬১০টি বুথের ভোটকর্মীদের পাঠানোর পর আজ বৃহস্পতিবার শিলচর, সোনাই, উধারবন্দ এবং বড়খলা বিধানসভা এলাকার ৯৪১টি বুথ কেন্দ্রে কর্মীদের পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জেলায় ১৫৫১টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা পরিচালিত বুথ কেন্দ্রের সংখ্যা ২১০। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ১১০০ জন মহিলা কর্মী, দিব্যাঙ্গ ভোটকেন্দ্রের সংখ্যা ৭। মডেল ভোটকেন্দ্রের সংখ্যা ১৬। রিটার্নিং অফিসার ঝা এদিন আরও জানান, নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রয়েছেন। মঙ্গলবার এসে পৌঁছেছে কয়েক কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। এর আগে থেকেই ছিল ১৬ কোম্পানি। সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই আশা ব্যক্ত করেন তিনি।
এদিন যেসব ভোটকর্মী বুথকেন্দ্রের উদ্দেশে যাত্রা করেছেন তাঁরা জানিয়েছেন, এবছর তাদের প্রতিটি দলকে মোট ১০ লিটার করে প্যাকেজ ওয়াটার সরবরাহ করা হয়েছে। এতে সন্তোষ ব্যক্ত করেছেন অনেক ভোটকর্মীই। ভোটকর্মীরা জানান, বিগতদিনে অনেক ক্ষেত্রেই তাদের প্রত্যন্ত অঞ্চলে ভোটগ্রহণে গিয়ে বিশুদ্ধ পানীয়জলের অভাবে সমস্যায় পড়তে হয়েছে। এবার তাদের ১০ লিটার করে প্যাকেজ ওয়াটার সরবরাহ করায়, এই সমস্যায় ভুগতে হবে না।