ওড়িশার রাজ্যপালের সঙ্গে মতবিনিময় আসাম রাইফেলসের জাতীয় সংহতি সফরের প্রতিনিধিদলের

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : আসাম রাইফেলসের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় আয়োজিত জাতীয় সংহতি সফরে মণিপুরের জিরিবাম এলাকার জিরি ইমা মেইরা পাইবি আপুনবা লুপ (জিমপাল)-এর সদস্যরা ভুবনেশ্বরে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দলটি ওড়িশার রাজ্যপালের সঙ্গে ঐতিহাসিক রাজভবনে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

হাই-টির আড্ডায় দলটির সদস্যরা রাজ্যপালের সঙ্গে আন্তরিক আলোচনা করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এই বিশেষ উপলক্ষে ট্যুরের অফিসার ইনচার্জ আসাম রাইফেলসের ঐতিহ্যবাহী ‘ধাই মূর্তি’ স্মারক রাজ্যপালের হাতে তুলে দেন, যা সফরটিকে আরও স্মরণীয় করে তোলে। এই জাতীয় সংহতি সফরের মূল উদ্দেশ্য হল সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভারতের বিভিন্ন রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *