মরিগাঁও সিভিল হাসপাতালে উপলব্ধ হবে বিনামূল্যে আজীবন এইচআইভি চিকিৎসা

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : মরিগাঁওয়ে উপলব্ধ হবে বিনামূল্যের আজীবন এইচআইভি চিকিৎসার পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও বিনামূল্যে পরামর্শ। সম্প্রতি মরিগাঁও সিভিল হাসপাতাল এই সংক্রান্ত যাবতীয় অনুমোদন লাভ করেছে। বাড়িতে বসে এখন যে কোনো ব্যক্তি এইচআইভির উন্নত চিকিৎসা লাভ করবে। মরিগাঁও সিভিল হাসপাতালে এখন পাওয়া যাবে এইচআইভি চিকিৎসার অন্যান্য রেফারেল সেবাগুলো। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা  নাকোয়ে নতুন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, সংক্ষেপে লিঙ্ক আর্ট কেন্দ্র  খুলে দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে।

মরিগাঁও সিভিল হাসপাতাল ছাড়াও রাজ্যের আরও ৯টি হাসপাতাল এই সংক্রান্ত অনুমোদন লাভ করেছে। এর আগে এই সেবার জন্য নগাঁও জেলার এআরটি কেন্দ্রের উপর নির্ভরশীল হতো মরিগাঁওয়ের রোগীরা। অসম এইডস নিয়ন্ত্রণ সমিতির অধীনস্থ মরিগাঁও জেলার কর্মচারীদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতার জন্য অতি শীঘ্রই যাবতীয় প্রশিক্ষণ দিয়ে এই সেবা রোগীদের জন্য প্রদান করতে মরিগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *