মাধ্যমিকে গণিতে অন্যতম রাজ্য সেরা শিলচরের সৌরজ্যোতি

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩-২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ে রাজ্য সেরার শিরোপা পেয়েছে শিলচরের সৌরজ্যোতি দে। রাজ্যে এবার মাত্র আটজন পরীক্ষার্থী গণিতে সর্বোচ্চ ১০০ নম্বর পেয়েছে। এর মধ্যে বরাক উপত্যকা থেকে রয়েছে একমাত্র সৌরজ্যোতি। সে শিলচর রামানুজ বিদ্যামন্দিরের পড়ুয়া ছিল। এছাড়া সে শিলচরের ডঃ কালাম ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের চার বছর ধরে নিয়মিত পড়ুয়া। সৌরজ্যোতির এই ফলাফলে যথেষ্ট খুশি তাঁর অভিভাবক, আত্মীয়স্বজন, সহপাঠী সহ শিক্ষককুল।

শনিবার বিকেলে কালাম ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌরজ্যোতিকে সংবর্ধনা জানানো হয়। সে জানায়, ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং মা-বাবার সহযোগিতার জন্যই ভাল ফল করতে পেরেছে। সৌরজ্যোতি মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বাবা শিক্ষাবিদ সুধন্য দে, মা সোমারানি দে, প্রতিষ্ঠানের শিক্ষক সব্যসাচী দাস, সুপ্রতীক রায়, সুব্রত রায় প্রমুখ।

Author

Spread the News